॥মইনুল হক মৃধা॥ “রোহিঙ্গারা মরবে কেন, রাখাইন রাজ্যে শান্তি আনো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার বিকেলে গোয়ালন্দে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসষ্ট্যান্ডে বিকেল চারটা থেকে শুরু করে পৌনে পাঁচটা পর্যন্ত চলে এ মানববন্ধন। মানববন্ধন কর্মসূচীতে কয়েক’শ মানুষ অংশগ্রহণ করে।
বন্ধুসভার সভাপতি শেখর আহম্মেদ বাবুর সভাপতিত্বে মানববন্ধনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বন্ধুসভার সাধারণ সম্পাদক প্রভাষক রমেশ কুমার আগরওয়ালা। বন্ধুসভার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হেলাল মাহমুদের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও বন্ধুসভার উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন বাদল, রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও বন্ধুসভার উপদেষ্টা মোঃ আব্দুল কাদের শেখ, দাবীর সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতান-নুর ইসলাম মুন্নু, পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নিজাম উদ্দিন শেখ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসজাদ হোসেন আজু, উপজেলা ছাত্রলীগ সভাপতি এবিএম বাতেন, উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ প্রমুখ। সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন প্রথম আলো প্রতিনিধি এম রাশেদুল হক।
অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের এমন বর্বরিত হামলার নিন্দা জানিয়ে বলেন, বিতারিত হয়ে আসা রোহিঙ্গাদের পাশে আমাদের দেশের সরকার পাশে দাঁড়িয়েছে। দেশের ১৬ কোটি মানুষের সাথে তাদেরও আহারের ব্যবস্থা করায় এবং এমন সাহসী ভূমিকা পালনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয় প্রশংসার দাবী রাখে। সেই সাথে আমরা আহবান জানাবো, সরকার যেন কুটনৈতিক প্রচেষ্টা চালিয়ে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেন।