॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউপির ঝাউগ্রামের ঐতিহ্যবাহী শিববাড়ীর শিবমন্দিরে গত ৭ই আগস্ট(শ্রাবন মাসের প্রতি সোমবার) শিবের মাথায় জল ঢালা পূজা পালিত হয়েছে।
পাংশা ও কালুখালীসহ বিভিন্ন অঞ্চলের শত শত নারী-পুরুষ পূণার্থী ভক্তবৃন্দ শিব মন্দিরে সমবেত হয়ে শিবের মাথায় জল ঢেলে দেন। শিববাড়ী কমিটির সভাপতি বিদ্যুৎ কুমার কর্ম্মকার ও যুগ্ম-সম্পাদক গনেশ পাল শান্তিপূর্ণ পরিবেশে শিব মন্দিরে পূর্ণার্থীদের শিবের মাথায় জল ঢালা পূজা পালনে সহযোগিতা প্রদান করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শান্তি দেবী কর্ম্মকার, কালীপদ শীল, অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, অজয় ভদ্র, আরতী রানী ভট্টাচার্য্য, মনোজিৎ দাস, বাবুলাল সাহা, কমল কুমার মন্ডল, গোপাল বিশ্বাস, নির্মল সাহা, সবিতা রানী, চন্দনা রানী, বিউটি বিশ্বাস, তপন রায় ও বন্যা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌরহিত্য করেন সমীর মজুমদার ও সেবায়েত শান্তিলতা পাল। আগামী সোমবারও শিবের মাথায় জল ঢালা পূজা পালিত হবে বলে কমিটির নেতৃবৃন্দ জানান।