সোমবার, ০৬ মে ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

হরিহরপুরে গৃহকর্তাকে কুপিয়ে টাকা ও স্বর্ণের চেইন নিয়ে গেছে দুর্র্বৃত্তরা

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হরিহরপুর গ্রামে বাড়ীতে ঢুকে গৃহকর্তাকে কুপিয়ে নগদ ৫০হাজার টাকা ও ১টি স্বর্ণের চেইন নিয়ে গেছে দুর্র্বৃত্তরা। গত ১৬ই ডিসেম্বর দুপুরে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহতের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে গত ১৭ই ডিসেম্বর রাজবাড়ী থানায় ২জনের নাম উল্লে¬খ করে একটি মামলা দায়ের করেছেন। রাজবাড়ী থানার মামলা নং-১৮। আসামীরা হলো ঃ আঃ আজিজের ছেলে ফিরোজ(৩০) ও চাঁদ আলী(৩৫)।
মামলা সুত্রে জানাযায়, গত ১৬ই ডিসেম্বর দুপুর ২টার দিকে উল্লেখিত ২জনসহ অজ্ঞাত ৭/৮জন মোটর সাইকেলযোগে এসে হরিহরপুর গ্রামের খন্দকার সুমন ওরফে সৈয়দ রকিবুল ইসলামের বসতবাড়ীতে প্রবেশ করে। এরপর তারা তার সাথে লেনদেন আছে বলে তর্কবির্তক করে। এক পর্যায়ে তারা তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে ঘর থেকে ৫০হাজার টাকা ও তার স্ত্রী সেলিনা আক্তারের গলা থেকে ১০আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ সময় তারা চিৎকার করলে উল্লে¬খিতরা পালিয়ে যায়।
এ ঘটনায় আহতের স্ত্রী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!