সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

আজ মীর মশাররফ হোসেনের ১০৫ তম মৃত্যুবার্ষিকী

  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

॥মাতৃকন্ঠ ডেস্ক॥ ১৮৪৭ সালে ১৩ নভেম্বর নানা বাড়ী কুষ্টিয়া জেলার লাহিনী পাড়া গ্রামে সৈয়দ মীর মুয়াজ্জেম হোসেন ও মা দৌলতন নেছার ঘরে জন্ম গ্রহণ করেন মহান এই মনীষি। আজ ১৯ ডিসেম্বর মীর মশাররফ হোসেনের ১০৫ তম মৃত্যুবার্ষিকী বাংলা সাহিত্যের দিকপাল ঊনবিংশ শতাব্দীর বিস্ময়কর মুসলিম প্রতিভা কালজ¦য়ী উপন্যাস “বিষাদ সিন্ধু” এর রচয়িতা । কুষ্টিয়ায় জন্মগ্রহণ করলেও তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামের নবাব বাড়ীতে তার বাকী জীবন কাটিয়েছেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুর পরে এখানেই তাকে সমাহিত করা হয়। মীর মশাররফ হোসেনের সমাধিস্থল ঘিরে বাংলা একাডেমি মীর মশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্স নামে একটি সুসজ্জিত ভবন নির্মাণ করেছে।  প্রখ্যাত এই সাহিত্যিকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন, বালিয়াকান্দি মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, মীর মশাররফ হোসেন কলেজসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গুলো দিন ব্যাপী নানা কর্মসুচি গ্রহন করেছে।এছাড়াও মীর মশাররফ হোসেনের ১০৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মীরের সমাধিস্থলে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ মাহফিল এবং মীর মশাররফ হোসেনের জীবন ও দর্শন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!