॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালিতলা ঘাট এলাকায় পদ্মা নদীতে গতকাল ২৩শে ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তদের গুলিতে ৪জন বালু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ও তাদের স্বজনরা জানায়, বালুর ব্যবসাকে কেন্দ্র করেই অস্ত্রধারী চরমপন্থীরা নদীতে দিবালোকে গুলির ঘটনায়। আহতরা নদী পথে আরিচা ঘাটে বালু বিক্রি করে ট্রলার নিয়ে রাজবাড়ীর ধাওয়াপাড়া ঘাটে পুনরায় বালু ক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছিল।
আহতরা হলো ঃ পাবনা জেলার দিঘী গোয়ালবাড়ী গ্রামের রাজাই প্রামানিকের ছেলে ইউনুস(৪৫), কুদ্দুসের ছেলে রিপন(২০), মান্দার প্রামানিকের ছেলে ফজল প্রামানিক ও দুবলাচর দড়িবাওডাঙ্গা গ্রামের মনছের প্রামানিকের ছেলে কুদ্দুস প্রামানিক।
ট্রলারে থাকা ব্যবসায়ী রতন প্রামানিক জানান, তারা পাবনা জেলার বাসিন্দা। একটি ট্রলারে তারা ৭জন বালু ব্যবসায়ী আরিচা ঘাটে বালু বিক্রি করে আবার রাজবাড়ীর ধাওয়াপাড়া ঘাটে বালু কিনতে পদ্মা নদীর কালিতলা এলাকা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তাদের উপরে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি চালায়। এ সময় ট্রলারের ৪জন গুলিবিদ্ধ হয়।
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। বালুর ব্যবসাকে ঘিরে নদীতে অবৈধভাবে চাঁদা আদায়সহ অস্ত্রধারী সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারের কোন্দলের জেরে এ হামলা হয়ে থাকতে পারে গুলিবিদ্ধ আহতরা ধারণা করছে। তবে কোন সন্ত্রাসী গ্রুপ এ হামলা করছে তা তারা এখনো শনাক্ত করতে পারেনি। তারা আরো জানায়, সাম্প্রতিক সময়ে নদীতে অস্ত্রধারী সন্ত্রাসীদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ ও উৎকন্ঠা রয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ পাপিয়া জানান, আহতদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তারা আশংকামুক্ত রয়েছে।
রাজবাড়ী সদর থানার এসআই বদিয়ার রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে এসে আহতদের চিকিৎসা নিশ্চিতকরণ ও ঘটনার তদন্ত করছে। ধারণা করা হচ্ছে, বালু ব্যবসার কোন্দলের জেরে গুলির ঘটনা ঘটতে পারে।