মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বালিয়াকান্দিতে ওজোপাডিকোর গ্রাহকদের বিক্ষোভ॥স্মারকলিপি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭

॥রঘুনন্দন শিকদার॥ পল্লী বিদ্যুৎ সমিতির আগ্রাসন ও ওজোপাডিকোর বিদ্যুৎ লাইন হস্তান্তর ষড়যন্ত্রের প্রতিবাদে বালিয়াকান্দিতে গতকাল ২২শে ফেব্রুয়ারী বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ওজোপডিকোর বিদ্যুৎ গ্রাহকরা।
ওজোপাডিকোর বিদ্যুৎ গ্রাহকরা পূর্ব ঘোষিত কর্র্মসূচী অনুযায়ী বালিয়াকান্দি বাজারের চৌরাস্তায় বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল শেষে গ্রাহকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম রকিব হায়দারের মাধ্যমে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বরাবার স্মারক লিপি প্রদান করে।
ওজোপাডিকোর বিদ্যুৎ গ্রাহক রঘুনন্দন শিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ সোহেল মিয়া, আব্দুল জলিল, রেজাউল আলম রেজা, বদরুল আলম, জাকির হোসেন প্রমুখ।
বক্তাগণ ওজোপাডিকোর বিদ্যুতের সংযোগ পল্লী বিদ্যুতের কাছে হস্তান্তরের ষড়যন্ত্র বন্ধ করার প্রতিবাদ জানান। তারা বলেন, ব্রিটিশ সরকারের সময় থেকে তারা পিডিবির গ্রাহক হিসাবে আছেন। এখন তাদের বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয় থেকে সম্প্রতি যে চিঠি দেওয়া হয়েছে সেটাকে ভিন্ন ব্যাখ্যা করে পল্লী বিদ্যুৎ শহর এলকায় প্রবেশের চেষ্টা করছে। এই চেষ্টা কোনভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারী উচ্চারণ করে তারা আরো বলেন, শহর এলাকায় বিদ্যুৎ বিতরণের দায়িত্ব হস্তান্তরে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা প্রত্যাহার করার জন্য সরকারের কাছে অনুরোধ রাখছি।
ওজোপাডিকোর বালিয়াকান্দি উপজেলার ফিডার ইনচার্জ বাপ্পী দাস বলেন, রাজবাড়ী জেলায় তাদের মোট গ্রাহক সংখ্যা ৪১হাজার ১৫৭জন। এরমধ্যে বালিয়াকান্দিতেই আছেন ৪হাজার ৫২১জন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!