॥কবির হোসেন॥ রাজবাড়ী সদর থানার পুলিশ গত ১৮ই ফেব্রুয়ারী দিনগত রাত ১টার দিকে মানিকগঞ্জ জেলা সদরের লেবুবাড়ী গ্রামে অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রী (১৫)কে উদ্ধার এবং অপহরণকারী পিতা-পুত্রকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের হানিফ মিয়া(৪০) ও তার ছেলে সুজন মিয়া(১৬)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত স্কুল ছাত্রীর বাড়ীও বাগমারা গ্রামে। সে বাগমারার পার্শ্ববর্তী মর্জৎকোল হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী। একই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র সুজন মিয়া স্কুলে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে উত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিলে সে তা প্রত্যাখ্যান করে। পরবর্তীতে সুজন মিয়ার পিতা হানিফ মিয়া ওই ছাত্রীর অভিভাবকদের নিকট সুজন মিয়ার বিয়ের প্রস্তাব দিলে তারাও প্রত্যাখ্যান করে। এতে ক্ষুদ্ধ হয়ে তারা গত ১১ই জানুয়ারী বিকেল ৪টার দিকে স্কুল থেকে বাড়ী ফেরার পথে মর্জৎকোল পাকা রাস্তার উপর থেকে ওই ছাত্রীকে জোরপূর্বক অটোরিক্সাযোগে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে হানিফ মিয়া ও সুজন মিয়ার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানার পুলিশ মানিকগঞ্জ জেলা সদরের লেবুখালী গ্রামে অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করাসহ পিতা-পুত্র হানিফ মিয়া ও সুজন মিয়াকে গ্রেফতার করে।
এদিকে ভিকটিম স্কুল ছাত্রী গতকাল রবিবার আদালতে নারী ও শিশু নির্যাতন আইনের ২২ ধারায় জবানবন্দী প্রদান করেছে।