॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা আদি মহাশশ্মানে ১০দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও মেলা গতকাল রবিবার সমাপ্ত হয়েছে। মহাপ্রভূর ভোগরাগ বিতরণের মধ্য দিয়ে কর্মসূচী সমাপ্ত করা হয়।
সমাপনী অনুষ্ঠানে পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি অনিল কুমার বিশ্বাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পাংশা উপজেলা দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি সুব্রত কুমার দাস সাগর, সহ-সভাপতি এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, উত্তম কুমার সাহা(কার্তিক সাহা), পাংশা আদি মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীব কুন্ডু, কোষাধ্যক্ষ অসীত কুমার কুন্ডু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডু, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ঢাকাস্থ ডিডিসি লিমিটেড এর কলিমহর প্রকল্পের কর্মকর্তা সুব্রত কুমার দে, সাধারণ সম্পাদক গৌতম বসাক ও সমীর কুমার দাস প্রমূখ উপস্থিত ছিলেন।
জানাযায়, সমাপনী অনুষ্ঠানে সনাতন হিন্দু ধর্মের প্রায় তিন হাজার নারী-পুরুষ ভক্তের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এর আগে ১০ ফেব্রুয়ারী থেকে ১০দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও মেলা শুরু হয়। গৃহস্তালী দা, বটি থেকে শুরু করে নানা ধরণের জিনিসপত্র, প্রসাধনী ও খেলনা জাতীয় জিনিপত্রের সমাহার নিয়ে মেলায় কমপক্ষে তিনশত দোকান বসে। শুরু থেকেই মেলায় নানা বয়সী লোকজনের পদচারণায় সরগরম হয়ে ওঠে পাংশা আদি মহাশশ্মান চত্বর।