॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী থানার পুলিশ গত ৬ই ফেব্র“য়ারী দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা গ্রাম থেকে ৫বছরের সাজাপ্রাপ্ত ও ২৪বছর ধরে পলাতক আসামী ছালাম সেখ ওরফে আবু বক্কার (৫৮)কে গ্রেফতার করেছে। তার পিতা আরশাদ আলী শেখ দাদশী ইউপির সাবেক চেয়ারম্যান।
রাজবাড়ী থানার এস.আই এনছের আলী জানান, ছালাম সেখ ওরফে আবু বক্কারের বিরুদ্ধে ১৯৯৩ সালের ২৮শে ফেব্র“য়ারী রাজবাড়ী থানায় ৪০৯/৪২০/১০৯ দঃ বিঃ এবং তৎসহ দুর্নীতি দমন আইনের ৫(২) ধারায় বিআরডিবি’র অর্থ আত্মসাতের মামলা হয়। রাজবাড়ী থানার মামলা নং-২৪। জি.আর নং- ৪৫/৯৩। এ মামলায় ১৯৯৭ সালের ১৫ই অক্টোবর দায়রা জজ আদালতের বিশেষ জজ হারুনুর রশীদ মজুমদার তাকে দোষী সাব্যস্ত করে ৫বছরের সশ্রম কারাদন্ড ও ৭১হাজার ৫৬৪টাকা জরিমানা এবং অনাদায়ে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
তবে সে মামলা দায়েরের পর থেকেই ঢাকায় আত্মগোপন করে পুরাতন কাপড়ের ব্যবসা করতো। তার বিরুদ্ধে একাধিক বার গ্রেফতারী পরোয়ানা জারী হলেও ধরাছোঁয়ায় বাইরে ছিল। সর্বশেষ গ্রেফতারী পরোয়ানাটি তার(এস.আই এনছের আলী) ওপর ন্যাস্ত করা হলে গত ৬ই ফেব্র“য়ারী দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল ৭ই ফেব্র“য়ারী আদালতের মাধ্যমে তাকে রাজবাড়ী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এদিকে ধৃত আসামী আবু বক্কার জানান, যখন তার সাজা হয়। তখন তার সন্তানেরা ছোট। তাই তিনি পরিকল্পনা করেছিলেন সন্তানেরা বড় না হওয়া পর্যন্ত তিনি পুলিশের হাতে ধরা দিবেন না। আজ তার সন্তানেরা বড় হয়েছে। রোজগার করছে। তাই এখন তার আর কোন চিন্তা নেই।