॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বরাট ক্লাব হাউজ ফুটবল লীগ-২০১৮ এর ফাইনাল খেলা গতকাল ১৪ই সেপ্টেম্বর বিকালে চৌধুরী আব্দুল হামিদ একাডেমীর মাঠে অনুষ্ঠিত হয়। ছোট ভাকলা সূর্য সেনা ক্লাব ১-০ গোলে গোয়ালন্দ আদর্শ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলা উপভোগ করেন এবং পুরস্কার বিতরণ করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্ব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান এবং গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বরাট ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সজল চৌধুরী।
উল্লেখ্য, গত ৭ই সেপ্টেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হয়। খেলায় ১৬টি দল অংশগ্রহণ করে।