॥কালুখালী সংবাদদাতা॥ বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা বিএনপির আয়োজনে গতকাল ১লা সেপ্টেম্বর বিকালে উপজেলা বিএনপির আহ্বায়ক এডঃ মোঃ আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় কালুখালী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহাদত হোসেন সাইফুল, মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান শাহীন, বিএনপি নেতা জিয়াউর রহমান জিরু, ছাত্রদল নেতা জাবিউল্লাহ খান জাবের ও শরিফুল ইসলাম সবুজসহ কালুখালী উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক এডঃ আঃ রাজ্জাক খান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনের আন্দোলন-সংগ্রাম সফল করতে দলকে সুসংগঠিত করে সকলে মিলেমিশে কাজ করতে হবে। আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার জন্যই সকলকে কাজ করতে হবে।