বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

দৌলতদিয়ায় পতিতালয়ে পতিতা সাথীর রহস্যজনক মৃত্যু নিয়ে প্রশ্ন

  • আপডেট সময় রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮

॥আবুল হোসেন॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতালয়ে গত ৩১শে আগস্ট রাতে এক যৌনকর্মী সাথী আক্তার(২২) এর রহস্যজনক মৃত্যু হয়েছে।
গোয়ালন্দ থানা পুলিশ রাতেই যৌনকর্মী সাথী আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয়রা এটি আত্মহত্যা নাকি হত্যা পরিস্কার করে বলতে পারছেনা।
দৌলতদিয়া পতিতাপল্লীর কয়েকজন বাসিন্দা জানান, গত শুক্রবার অনুমান দিবাগত রাত নয়টার দিকে সাথীকে তার ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে পাহারাদারদের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। এ সময় স্থানীয় অনেকে নিহত সাথীর নাক ও কান দিয়ে রক্ত ঝড়তে দেখেন। প্রাথমিকভাবে অনেকে ধারণা করছেন, তাকে শ^াসরোধ করে হত্যার পর ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।
পতিতাপল্লীর ওই বাড়ীর মালিক শহিদুল ইসলাম দাবী করেন, যৌনপল্লীর আরেক বাড়ীওয়ালা মোমিন শেখের সাথে সাথীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিছু সমস্যার কারণে সাথীকে প্রায় পাঁচ মাস আগে তার বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে ওঠে। গত শুক্রবার সারাদিন সাথীর ঘরে অবস্থান করছিল মোমিন। দিন শেষে রাত অনুমান আটটার দিকে মোমিন ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা সাথীকে ঘরে ঝুলতে দেখে দ্রুত তাকে খবর দেয়। তিনি বাড়ীতে এসে এমন দৃশ্য দেখে পতিতাপল্লীর পাহারাদারদের খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে মোমিন শেখ জানান, এ ধরনের কোন ঘটনার সাথে তিনি জড়িত নন। এমনকি যৌনপল্লীতে তার কোন বাড়িও নেই। একটি মহল তাকে ফাঁসানোর চেষ্টা করছেন বলে দাবী করেন।
গোয়ালন্দ ঘাট থানার এস.আই শহর আলী জানান, যৌনকর্মীর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী কালে তার নাক দিয়ে রক্ত ঝড়ছিল। পরে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!