বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বালিয়াকান্দির বৃ-মাগুরা গ্রামে কৃষকের রহস্যজনক মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮

॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বৃ-মাগুরা গ্রামের কৃষক খলিল মোল্যা(৫৩) রহস্যজনক মৃত্যু হয়েছে।
গতকাল ১লা সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে বৃ-মাগুরা গ্রামের মোয়াজ্জেম মোল্লার ঢেঁকিঘরের পিছনের একটি জঙ্গলের মধ্য থেকে পরিবার ও স্থানীয়দের সহয়তায় খলিল মোল্লার মৃতদেহ থানা পুলিশ উদ্ধার করেছে। নিহত খলিল মোল্লা বৃ-মাগুরা গ্রামের করিম মোল্লার ছেলে।
নিহতের স্ত্রী জানায়, ভোর সাড়ে ৫টার দিকে খলিল মোল্লা বাড়ী থেকে বের হয়ে যায়। এরপর খোঁজাখুঁজি করা হলে বাড়ীর পাশের একটি জঙ্গলে পাওয়া যায়। ভোর সাড়ে ৫টার দিকে বাড়ী থেকে বের হয়ে গেলেও সকাল ৮টার দিকে খোঁজাখুঁজির কারণ জানতে চাইলে খলিলের স্ত্রী কোন জবাব দিতে পারেনি। নিহতের ছেলে হাসিব মোল্লার দাবী তার পিতা নিজেই আত্মহত্যা করেছে।
স্থানীয় জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ইউছুপ শেখ বলেন, কৃষক খলিল এলাকার সবার কাছে ভালো মানুষ ছিল। তার কোন শত্রু ছিল না। সম্প্রতি তার ছেলে রুবেল মোল্লা স্থানীয় এক মেয়ের সাথে প্রেমের সম্পর্কে আদালত পর্যন্ত গড়ালে খলিল মোল্লা মেয়েটিকে বিয়ে করতে বললেও ছেলে বিয়ে করতে অস্বীকার করায় বেশ বেকায়দায় পরে পিতা খলিল মোল্যা।
স্থানীয়রা খলিলের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে বলেন, নিহত খলিলের কোন জায়গায় কোন দেনা ছিল না। এমনকি দেনা নিয়ে কোন সালিশ মীমাংসাও হয়নি।
বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত) মোঃ আবুল কালাম ভুইয়া বলেন, নিহতের পুত্র হাসিব মোল্লা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। যেহেতু মৃতদেহটি কোন গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়নি অথবা স্থানীয়রা গাছ থেকে মৃতদেহটি নামায়নি সেহেতু সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা বলেন, নিহত খলিল মোল্লার বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। নিহতের ছেলে বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে। মৃহদেহটির ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের পরিবার সুত্রে জানাযায়, ময়না তদন্ত শেষে লাশ স্থানীয় ছাবনীপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!