শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশা উপজেলা হিসাব রক্ষণ অফিসে পেনশন ভাতাভোগীদের দুর্ভোগ চরমে

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা হিসাব রক্ষণ অফিসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়মিত অফিস না করায় পেনশন ভাতাভোগীরা দুর্ভোগে পড়েছেন।
গত সপ্তাহের বুধবার ও গতকাল সোমবার পেনশন ভাতাভোগী বেশ কিছু নারী-পুরুষ পাংশা উপজেলা হিসাব রক্ষণ অফিসে তাদের পেনশন ভাতার বহিতে অফিসারের স্বাক্ষর না হওয়া ক্ষোভ প্রকাশ করেন। নির্ধারিত তারিখে দায়িত্বপ্রাপ্ত অফিসার অফিস না করায় দূর-দূরান্ত এলাকা থেকে অফিসে আগত পেনশন ভাতাভোগী নারী-পুরুষ বয়স্ক লোকজন তাদের দুর্ভোগের কথা উল্লেখ করেন।
এছাড়া অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীদের ৬৫বছর পূর্তি হলে মেডিকেল ২হাজার ৫শত টাকা করে পাওয়ার কথা থাকলেও পূর্বেরমত এখনও ১হাজার ৫ শত টাকা করে পাচ্ছেন বলেও অনেকে জানান।
জানাযায়, গত বছরের ৬ই নভেম্বর থেকে পাংশা উপজেলা হিসাব রক্ষণ অফিসে হিসাব রক্ষণ কর্মকর্তার পদটি শূন্য রয়েছে। দীর্ঘ ৯মাস উপজেলা হিসাব রক্ষণ অফিসারের পদ শূন্য থাকায় পেনশনারদের দুর্ভোগসহ অফিসের কাজকর্ম ব্যাহত হচ্ছে।
বর্তমানে রাজবাড়ী জেলা হিসাব রক্ষণ অফিসার মোঃ আজগর আলী পাংশা উপজেলা হিসাব রক্ষণ অফিসে অতিরিক্ত দায়িত্বে রয়েছেন। নিয়মিত সময় না দেওয়ায় অনেক সময় পাংশা উপজেলা হিসাব রক্ষণ অফিস থেকে কর্মচারীরা ফাইল নিয়ে রাজবাড়ীতে গিয়ে অফিসারের স্বাক্ষর করিয়ে নিয়ে আসেন বলে জানান অফিসের এক কর্মকর্তা।
গতকাল সোমবার সকালে কলিমহর ইউপির হোসেনডাঙ্গা গ্রামের ফয়েজ উদ্দিন, আব্দুর রব ও আব্দুল কাদের, মাছপাড়ার আজিজুর রহমান, মাছপাড়ার গাঁড়াল গ্রামের রোমেছা বেগম, পাট্টার জোনা গ্রামের জিতেন্দ্রনাথ মন্ডল, কসবামাজাইল ইউপির বাংলাট গ্রামের ইসাহাক আলী, সুবর্ণকোলা গ্রামের আলিমুদ্দিন খান, কালুখালীর কালিকাপুর ইউপির গতমপুর গ্রামের মোঃ নজরুল ইসলাম, মৌরাট ইউপির বাগদুলী গ্রামের আকতার হোসেন, মৌরাটের জাহানারা বেগম, মৈশালা গ্রামের রাবেয়া খাতুন ও ফুলরা নাজনীন, বেলগাছীর আনোয়ারা বেগমসহ বেশ কয়েকজন পেনশন ভাতাভোগী পাংশা উপজেলা হিসাব রক্ষণ অফিসে এসে ফিরে গেছেন। এদের অনেকেই বলেন গত সপ্তাহের বুধবারে অফিসে এসে তারা পেনশনভাতার বই রেখে গেছেন। কিন্তু হিসাব রক্ষণ অফিসার ভাতারবহিতে স্বাক্ষর না করায় অফিসের লোকজন আনুসঙ্গীক কাজ করতে পারে নাই। গতকাল সোমবার হিসাব রক্ষণ অফিসার অফিসে না আসায় তারা ফিরে যেতে বাধ্য হন। আজ মঙ্গলবার সংশ্লিষ্ট পেনশনারদের অফিসে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে পাংশা উপজেলা হিসাব রক্ষণ অফিসে অতিরিক্ত দায়িত্বে থাকা রাজবাড়ী জেলা হিসাব রক্ষণ অফিসার মোঃ আজগর আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি আজ মঙ্গলবার পাংশা উপজেলা হিসাব রক্ষণ অফিসে অফিস করবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!