॥স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে র্যাবের একটি দল গতকাল ২১শে জানুয়ারী দুপুরে রাজবাড়ী শহরের বিনোদপুর তেঁতুলতলা এলাকায় অভিযান চালিয়ে ৫৩৬ পিস ইয়াবাসহ রানা আলী শেখ(২৯) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত রানা আলী শেখের পিতার নাম মৃত সৈয়দ আলী শেখ। র্যাবের অভিযানকালে রানার সহযোগী মাদক ব্যবসায়ী একই গ্রামের রাজু মন্ডল(২৬) পালিয়ে যায়। তারা দু’জনে দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবার ব্যবসা করে আসছিল।
র্যাব জানায়, উদ্ধারকৃত ৫৩৬পিস ইয়াবার মূল্য ১লাখ ৬০হাজার ৮শত টাকা। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় ১টি মামলা দায়ের করেছে।