॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল ২৬শে জুলাই সকালে বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদে বিধবা, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার বই বিতরণ করা হয়।
বালিয়াকান্দি উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ আনুষ্ঠানিকভাবে এই ভাতার বইগুলো বিতরণ করেন। এ সময় ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য বাচ্চু প্রধান, ৮নং ওয়ার্ডের সদস্য ইমরুল হাসান পুলক ও ৯নং ওয়ার্ডের সদস্য কিরন সরদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৭৩জনের মধ্যে বয়স্ক ভাতার, ১৯ জনের মধ্যে বিধবা ভাতার এবং ১৫ জনের মধ্যে প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়।