॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে গতকাল ২৬শে জুলাই বেলা ১১টার দিকে জেলে সিদ্দিকের জালে ৩৬ কেজি ওজনের ১টি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে।
মাছ ব্যবসায়ী শাহজাহান ব্যাপারী জানান, জেলে সিদ্দিক মাছটি দৌলতদিয়া ৫নং ফেরী ঘাট এলাকার নুরুর আড়তে প্রতি কেজি ১২শত ৯০ টাকা দরে ৪৬ হাজার ৪শত ৪০টাকায় বিক্রি করে দেয়। পরে ওই আড়ত থেকে নারায়ণগঞ্জ জেলার উমর সাজ্জাদ নামের এক ব্যক্তি প্রতি কেজি ১৩শত ৫০ টাকা দরে ৪৮ হাজার ৬শত টাকায় কিনে নেন।
জেলে সিদ্দিক বলেন, ইতিপূর্বে কখনো এত বড় পাঙ্গাশ মাছ নদীতে পাওয়া যায়নি।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, নদীতে প্রতি বছর একটি পাঙ্গাশ মাছের ওজন সাধারণতঃ ৩ কেজি করে ওজন বৃদ্ধি পায়। সে হিসাবে উক্ত পাঙ্গাশ মাছের বয়স ১২বছর।