॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশ গত ২৫শে জুলাই রাতে জামালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ আবির শেখ(২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে দুর্গাপুর গ্রামের কাদের শেখের ছেলে।
বালিয়াকান্দি ওসি হাসিনা বেগম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই রিপন খন্দকার ও এএসআই কিরন চন্দ্র সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দুর্গাপুর গ্রামের মুন্নাফ শেখের বাড়ীর সামনে থেকে ইয়াবা বিক্রির সময় আবির শেখকে হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল ২৬শে জুলাই তাকে আদালতে সোপর্দ করা হয়।