॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পূর্ব মৌকুড়ী এলাকা থেকে ২১পিচ ইয়াবাসহ বিক্রেতা রুবেল শেখ (২৮)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রুবেল শেখ বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের আমিরুল শেখের ছেলে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, গত বৃহস্পতিবার রাতে এস.আই জাকির হোসেন, এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পূর্বমৌকুড়ী এলাকা থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১পিচ ইয়াবাসহ বিক্রেতা রুবেল শেখ (২৮)কে গ্রেফতার করে।
পরে এএসআই সাইফুল ইসলাম বাদী হয়ে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে গতকাল শুক্রবার সকালে আসামীকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করে।