শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কালুখালীতে বৃক্ষ রোপন অভিযান উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮

॥মনির হোসেন॥ মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের স্মরণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৩০লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় গতকাল ১৮ই জুলাই সকালে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
কালুখালী উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০১৮ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণের মাধ্যমে তিনি এই বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ, অন্যান্যের মধ্যে সামাজিক বন বিভাগের কর্মকর্তা নির্মল কুমার দত্ত, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা, কালুখালী থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ মাছিদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, উপজেলা প্রকৌশলী ননী গোপল দাস, উপজেলা সমাজসেবা অফিসার মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকসেদুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল বাসার চৌধুরী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মাইনুল ইসলাম হাওলাদার, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমা বেগম, মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মৃধা, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোন্দকার আনিছুল হক বাবু, সাধারণ সম্পাদক শাহ আজিজ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, বৃক্ষ শুধু মানুষের বন্ধুই নয়, জীবন-জীবিকার অবিচ্ছেদ্য অংশও। পরিবেশের ভারসাম্য রক্ষা থেকে শুরু করে জীবন ধারণের উপকরণ সরবরাহ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে বৃক্ষ অত্যন্ত প্রয়োজনীয় অনুষঙ্গ। বক্তব্যের শেষে তিনি মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মৃধা ও রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফার হাতে একটি করে ঔষধি ও ফলদ গাছের চারা তুলে দেয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষ রোপন অভিযান উদ্বোধন করেন।
সভাপতির বক্তব্যে জেলা পশাসক মোঃ শওকত আলী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সকলকে বৃক্ষ রোপণ করতে হবে। বৃক্ষ থেকে আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন পাই, তাই সবাইকে বৃক্ষরোপণের প্রতি গুরুত্ব দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!