॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল বাজারে গতকাল ১২ই জুলাই দুপুরে ১টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও ১টি ভাংচুর মোটর সাইকেল করাসহ ৩জন আরোহীকে মারপিট করেছে স্থানীয় দুর্বৃত্তরা।
জানাগেছে, পাংশা উপজেলা সদরের লিজা হেলথ কেয়ার সেন্টারের মালিক খোন্দকার রিপন, সিফার মিয়া ও শহীদুল মিয়া ২টি মোটর সাইকেলযোগে জঙ্গল ইউনিয়নের বন্যতৈল গ্রামের ক্ষিরোদ বরুণ বসুর বাড়ীতে যান। তার সাথে দেখা করে জঙ্গল বাজারে আসার পর পূর্ব শত্রুতার জেরে আগশুকনা গ্রামের মাধব কুমার, বন্যতৈল গ্রামের হিল্লোল কুমার বসু ও অলংকারপুর গ্রামের মামুনসহ ১০/১৫জন সংঘবদ্ধভাবে তাদের উপর হামলা চালায়। এ সময় তারা ১টি পালসার মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও আরেকটিকে ভাংচুর করাসহ ৩জনকেই মারপিট করে। পরে অলংকারপুর গ্রামের প্রমিলা মুক্তি প্রচেষ্টা নামের একটি এনজিওর পরিচালক মোকারম হোসেন আহত ৩জনকে উদ্ধার করে নারুয়া বাজার পর্যন্ত এগিয়ে দেন।
অপরদিকে বালিয়াকান্দির ওয়াপদা মোড়ে পাংশা থেকে আসা অন্য ২টি মোটর সাইকেল থামিয়ে কতিপয় দুর্বৃত্ত আরোহীদের মারপিট করলে তারা মার খেয়ে মোটর সাইকেল ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ এসে মোটর সাইকেল ২টি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম বলেন, জঙ্গল বাজারে ১টি মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অপরদিকে বালিয়াকান্দির ওয়াপদা মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি মোটর সাইকেল উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের হয় নাই। ঘটনার তদন্ত চলছে।