॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের একটি নিয়োগ পরীক্ষায় গতকাল শুক্রবার সকালে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রসহ দুই যুবক। তাদেরকে ভ্রাম্যমান আদালত ১বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১হাজার টাকা করে জরিমানা করেছে।
দন্ডপ্রাপ্তরা হলো ঃ রাজবাড়ীর কালুখালী রতনদিয়া ইউনিয়নের তফাদিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে রাসেল মোল্যা(৩১) ও চট্রগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামের নাছির আহমেদের ছেলে আহনাফ আহমেদ(২৪)। এদের মধ্যে আহনাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় সুত্র জানায়, গতকাল ১৩ই জানুয়ারী জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত রাজবাড়ী আদর্শ মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। রাসেল মোল্যা নিয়োগ পরীক্ষার আসল পরীক্ষার্থী শফিকুল ইসলামের হয়ে এবং আহনাফ আহমেদ বিনয় কুমার মিত্রের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা চলাকালে এ দুই ভূয়া পরীক্ষার্থীকে চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে কর্তব্যরত পুলিশ তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল হক মৃদুল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া শাহনাজ খানম পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্তদের ১বছর করে বিনাশ্রম কারাদন্ড ও ১হাজার টাকা করে জরিমানা করে কারাগারে পাঠান।
রাজবাড়ী কালেক্টরেটের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল হক মৃদুল জানান, জালিয়াতি করে অন্যের হয়ে পরীক্ষায় অংশ নিতে এসে ধরা পড়ার পর পাবলিক পরীক্ষা অপরাধ আইন ১৯৮০ এর ৩ (ক) ধারায় অপরাধ ও খ ধারায় তাদেরকে শাস্তি প্রদান করা হয়েছে।