॥রফিকুল ইসলাম॥ এক কলেজ ছাত্রীর(১৭) শ্লীলতাহানী করায় গতকাল ১১ই জানুয়ারী বিকেলে রাজবাড়ী শহরের পান্না চত্বরের পালকি চাইনিজ রেস্টুরেন্ট থেকে শামিম মোল্লা(৩২) নামে এক বখাটেকে সদর থানার পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শামিম মোল্লা সদর উপজেলার রামকান্তপুর(মধ্যপাড়া) গ্রামের শুকুর আলী মোল্লার ছেলে।
ওই ছাত্রীর অভিযোগ সুত্রে জানা গেছে, তার বাড়ী ফরিদপুর জেলাধীন মধুখালী থানার বেলেশ্বর জগন্নাথদী গ্রামে। সে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের একাদশ(বিজ্ঞান) শ্রেণীর ছাত্রী এবং কলেজের হোস্টেলে থেকে লেখাপড়া করে। গত ৫ই জানুয়ারী থেকে বখাটে শামিম মোল্লা তাকে মোবাইলে ডিস্টার্ব ও আজে-বাজে কথা বলতে থাকে। সে নম্বরটি ব্ল্যাকলিস্টে রাখলে অন্য আরেকটি মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে কলেজ থেকে তুলে নেওয়ার ভয় দেখিয়ে শামিম তার নম্বরটি ব্ল্যাকলিস্ট থেকে ছাড়াতে বাধ্য করে। পরবর্তীতে শামিম তাকে বারবার ফোন দিয়ে উত্যক্ত করতে থাকে।
গতকাল ১১ই জানুয়ারী সকালে শামিম একাধিকবার ফোন দিয়ে তাকে বিকেল সাড়ে ৪টায় পালকি রেস্টুরেন্টে দেখা করতে বলে, অন্যথায় চরম ক্ষতি করার হুমকি দেয়। ওই ছাত্রী ঘটনাটি কলেজ কর্তৃপক্ষ ও সদর থানার পুলিশকে অবহিত করে পুলিশের পরামর্শে এক বান্ধবীকে নিয়ে পালকি রেস্টুরেন্টে যায়। সেখানে যাওয়ার পরই বখাটে শামিম তাকে জোর করে রেস্টুরেন্টের একটি কেবিনে নিয়ে যায় এবং তার শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে। এর কিছুক্ষণ পরই রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সেখানে গিয়ে শামিমকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই কলেজ ছাত্রী বাদী হয়ে সদর থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছে।