॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বলিতা স্লুইচ গেট এলাকায় ধ্বসে পড়া পদ্মা নদীর সিসি ব্লকের পাড় গতকাল ৭ই জানুয়ারী বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট এম.এ খালেক।
পরিদর্শনকালে নদী থেকে বালু উত্তোলন ও পাড়ে বিশাল স্তুপ করে রাখার কারণেই এ ঘটনা ঘটেছে বলে তার কাছে অভিযোগ করেন স্থানীয়রা। এ সময় তিনি নদীর পাড়ে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, গত শুক্রবার ভোরের দিকে পদ্মা নদীর সিসি ব্লক দ্বারা তীর(পাড়) বিশাল অংশ নিয়ে ধ্বসে নদী গর্ভে চলে যায়। এতে হুমকীর মুখে পড়ে বলিতা বাইতুন নুর জামে মসজিদ ও শহর রক্ষা বেড়ি বাঁধ।