॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী বাজারের ইষ্টার্ণ ডেন্টাল হাউজ ও প্যাথলজিতে গতকাল ৭ই জানুয়ারী দুপুরে অভিযান চালিয়ে সনদপত্র না থাকায় ৩জন মেডিকেল টেকনিশিয়ানকে ১৫হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এরা হলো ঃ ইষ্টার্ণ ডেন্টাল হাউজের রাজীব, রঞ্জন ও ইষ্টার্ণ প্যাথলজির অসীম কুমার।
রাজবাড়ী কালেক্টরেটের অফিস সহকারী আবু দাইয়ান জাহাঙ্গীর জানান, গতকাল ৭ই জানুয়ারী দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাউছার হোসেন রাজবাড়ী বাজারের প্রধান সড়কের ইষ্টার্ণ ডেন্টাল হাউজে অভিযান চালান। এ সময় বৈধ সনদপত্র না থাকায় মেডিকেল টেননিশিয়ান রাজীবকে ১০হাজার টাকা ও রঞ্জনকে ২হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহাবুব আলম ইষ্টার্ণ প্যাথলজিতে অভিযান চালিয়ে বৈধ সনদপত্র না থাকায় টেকনিশিয়ান অসীম কুমারকে ৩হাজার টাকা জরিমানা করেন