॥আবুল হোসেন॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা গতকাল ১৩ই নভেম্বর কর্মবিরতি পালন করেছে। এতে পৌরসভার অনেক নাগরিক তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হয়েছেন। গোয়ালন্দ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ব্যানারে এই কর্মবিরতি পালন করা হয়।
সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গোয়ালন্দ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভার সামনে বসে কর্মবিরতি পালন করে। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুযোগ-সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবীতে এই কর্মবিরতি পালন করা হয়। এ সময় পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও পৌরসভার সচিব মোঃ ইসমাইল খান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সেলিম, সহকারী প্রকৌশলী কাজল কুমার নাগ, উপ-সহকারী প্রকৌশলী রেহেনা পারভীন, বদরুল হুদা শাহিন, ফজলুল হক ও ইউনুস হোসেন বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা জানান, তাদের দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ ধরনের কর্মসূচী পালন অব্যাহত থাকবে।
এ সময় পৌরসভার অনেক নাগরিক সেবা নিতে এসে ফিরে যান। পৌরসভার ৯নং ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী শেখর আহম্মেদ বাবু জানান, তার মেয়ের জন্ম সনদ জরুরী প্রয়োজন। পৌরসভায় এসে জন্ম সনদ চাইলে নিয়োজিত কর্মকর্তা তাকে আজ দেওয়া হবে না বলে জানিয়ে দেন। তার মতো অনেকেই পৌরসভায় এসে সেবা না পেয়ে ফেরত চলে যান।