শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশা ও কালুখালীর জেএসসি-জেডিসির পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

  • আপডেট সময় রবিবার, ১২ নভেম্বর, ২০১৭

॥স্টাফ রিপোর্টার॥ জেএসসি/জেডিসি এবং এসএসসি/দাখিল(ভোকেশনাল) শিক্ষাক্রমের ৯ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় গতকাল ১১ই নভেম্বর রাজবাড়ী জেলার ৪হাজার ৭৫জন পরীক্ষার্থীর মধ্যে ৩হাজার ৯শত ৬৯জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদিন অনুপস্থিত ছিল ১০৩ জন এবং বহিস্কৃত হয়েছে ৩জন।
রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী পাংশা ও কালুখালী উপজেলার পরীক্ষা কেন্দ্র সমূহ পরিদর্শন করেন। এ সময়ে তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান উপস্থিত ছিলেন।
জেএসসি পরীক্ষার কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ে ৯টি কেন্দ্রে ৭৬জন পরীক্ষার্থীর মধ্যে ৬৫জন অংশগ্রহণ করে এবং ১১জন অনুপস্থিত ছিল। জেডিসি পরীক্ষার গণিত বিষয়ে ৬টি কেন্দ্রে ২হাজার ৫শত ৭৪জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫শত ৫০ জন অংশগ্রহণ করে। জেডিসি পরীক্ষায় শ্রীপুর লজ্জাতুন্নেছা কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ৩জন পরীক্ষার্থী বহিস্কৃত হয়েছে।
অপরদিকে এসএসসি(ভোকেশনাল) ও দাখিল(ভোকেশনাল) শিক্ষাক্রমের ৯ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা এবং রসায়ন-১ বিষয়ে ৫টি কেন্দ্রে ১হাজার ৪শত ২৫জনের মধ্যে ১হাজার ৩শত ৫৪জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ৭১জন অনুপস্থিত ছিল। এসএসসি(ভোকেশনাল) ও দাখিল(ভোকেশনাল) শিক্ষাক্রমের ৯ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় কোন পরীক্ষার্থী বহিস্কৃত হয়নি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!