॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী, আলোচনা ও যুবঋণ বিতরণ করা হয়।
জানাযায়, পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে বেলা ১১টার দিকে শহরে যুব র্যালী বের করা হয়। র্যালী শেষে আলোচনা ও যুবঋণ বিতরণ করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদ। অনুষ্ঠানে পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা এম.এ. নাহার ও প্রান্তিক মহিলা উন্নয়ন সমিতির সভাপতি নাজমা বেগম প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য পারভীন মোরশেদ, উপজেলা সমবায় অফিসার এস.এম কামরুন নাহার, সম্প্রীতি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কাজী আসকার দানিয়েল সীপার, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইদ্রীস আলী বাবু, মাশরুম কেন্দ্রের পরিচালক কে.এম ফজলুল হক, চন্দনা মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী আলেয়া বেগম, নারী অঙ্গন সংস্থার সভানেত্রী শান্তনা বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। শেষে প্রশিক্ষিত ১০ জন যুব ও যুবমহিলার মাঝে ৫লাখ ৬৫হাজার টাকা যুবঋণ বিতরণ করা হয়।