॥রঘুনন্দন সিকদার॥ পুলিশই জনতা-জনতাই পুলিশ এই শ্লোগানকে সামনে রেখে বালিয়াকান্দিতে থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে গতকাল শনিবার সকালে পালিত হয়েছে।
এ উপলক্ষে থানা চত্তর থেকে ফেষ্টুন, ব্যান্ড বাজিয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে। বালিয়াকান্দি বাজারের ব্যবসায়ী, বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়, মনিমুকুর কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা র্যালীকে স্বাগত জানালে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম তখন তাদেরকে অভিনন্দন জানান। র্যালী শেষে থানা গোল চত্তরে প্রদীপ প্রজ্জলন করা হয়।
থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কমিউনিটি পুলিশিংয়ের আহবায়ক এম.এ হান্নান মোল্যা, উপদেষ্টা রঘুনন্দন সিকদার, ইন্সপেক্টর তদন্ত মোঃ আমিনুর ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, জঙ্গল ইউপি চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস, নবাবপুর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন আলী, বহরপুর ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ও জঙ্গল ইউপির সাবেক চেয়ারম্যান ক্ষিরোদ বরন বসু প্রমূখ। আলোচনা সভা উপস্থাপনা করেন থানার এএসআই শিরিন আকতার।
আলোচনা সভার মধ্যে উপস্থিত শিক্ষার্থীদেরকে বাল্য বিবাহ ও মাদকের উপর শপথ বাক্য পাঠ করানো হয়। সন্ধ্যায় মনোরম পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।