॥আবুল হোসেন॥ গোয়ালন্দ ঘাট থানা চত্বরে গতকাল শনিবার কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়। এ উপলক্ষে সকালে থানা চত্বর থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা কমিউনিটি ফোরামের আহবায়ক, শিক্ষাবিদ সুলতান উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জিয়ারুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) শেখ আব্দুল্লাহ সাদীদ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুজ্জামান মিয়া, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, জেলা কমিউনিটি ফোরামের সদস্য আলাউদ্দিন মোল্যা, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী, উজানচর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ফকির, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান আতর আলী সরদার, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা মাদক দমনে পুলিশের ভূমিকা পালনে জোরদারের আহবান জানান। কমিউনিটি পুলিশের সদস্যদের নিয়ে বেশি করে সভা, সেমিনারসহ প্রয়োজনীয় ব্যবস্থার আহবান জানান।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মির্জা আবুল কালাম আজাদ বলেন, পুলিশ মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে সবসময় সক্রিয় রয়েছে। এক্ষেত্রে পুলিশকে কমিউনিটি পুলিশি সদস্যদের সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি যেকোন সময়, যেকোন স্থানে কমিউনিটি পুলিশিং সভার আয়োজনের আহবান জানান।