॥কালুখালী প্রতিনিধি॥ কালুখালী উপজেলায় আগামী ৫ই নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা ও আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল ২৪শে অক্টোবর দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশের সকল উন্নয়নের মূলে আওয়ামী লীগ সরকারের ভূমিকা অপরিসীম। দেশের সার্বিক উন্নয়ন আওয়ামী লীগ সরকারের অঙ্গীকার আর সেই অঙ্গীকারকে বাস্তবায়নের জন্য শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। সেই জন্য বাংলাদেশ এখন উন্নয়নের একটি রোল মডেল হিসেবে এগিয়ে গেছে। সারা বিশ্বের কাছে বাংলাদেশের সুনাম অক্ষন্ন রয়েছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এমপি মোঃ জিল্লুল হাকিম বলেন, দলীয় ছোট বড় সকল ভেদাভেদ ও কোন্দল ভুলে আগামী জাতীয় নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নিন তা নাহলে বিএনপি সরকার ক্ষমতায় আসলে পালানোর সময়ও পাবেন না। তাই বাংলাদেশের অব্যাহত উন্নয়ন ধরে রাখতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে পুনরায় শেখ হাসিনাকেই নির্বাচিত করতে হবে।
সভায় উল্লেখ্য করা হয় আগামী ৫ই নভেম্বর বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কালুখালী থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মহেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ভবন উদ্বোধন এবং বালিয়াকান্দি উপজেলার ফায়ার সার্ভিস সির্ভিল ডিভিন্স উদ্বোধন করবেন।
কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাইফুল ইসলামের সভাপতিত্বে বর্ধিত সভায় কালুখালী থানার অফিসার ইনচার্জ নূরে আলম ফকির, জেলা পরিষদ সদস্য খাইরুল ইসলাম খায়ের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান মজনু, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আঃ খালেক মাষ্টার, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হচিনা পারভিন নিলুফা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান আরাফাত হোসেন, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার আনিছুল হক বাবু, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ্ আজিজ, কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান নব্বাব, সাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, মৃগী ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান সাগর মোল্লা, প্রভাষক মিজানুর রহমান, কালুখালী উপজেলা ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম টুটুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামছুল আলম, আঃ জলিল, ফাতেমা পাভীন ও রেহেনা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।