॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার উদয়পুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল বৃহস্পতিবার দুপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশ, রাজবাড়ী ফিল্ড অফিসের উদ্যোগে শিশু কল্যাণ কর্মসূচীর আওতায় অভিভাবক ও শিশু পুনর্মিলনী সভা-২০১৭ অনুষ্ঠিত হয়।
উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশার এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত ইউএনও শেখ রাশেদউজ্জামান, পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, হাবাসপুর ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম, যশাই ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান ও পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন বক্তব্য রাখেন। বক্তাগণ ইসলামিক রিলিফ সংস্থার সামাজিক কল্যাণমূলক কর্মকান্ডের প্রশংসা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্থার সুবিধাভোগী শাহানা বেগম, রেহানা আক্তার, মনজুয়ারা খাতুন ও মোঃ রজব আলী সংস্থা কর্তৃক প্রদত্ত সুবিধাদীর বিবরণ তুলে ধরেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক রিলিফ বাংলাদেশ, রাজবাড়ী ফিল্ড অফিসের প্রোগ্রাম অফিসার মোঃ জাকারিয়া। অনুষ্ঠান উপস্থাপনা করেন সংস্থার সুবিধাভোগী মিলন মাহমুদ ও অনিতা খাতুন।
অনুষ্ঠানে বিভিন্ন পরীক্ষায় ১৯জন কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তি ও সংস্থার সুবিধাভোগী সাড়ে ৪শত মা ও শিশু উপস্থিত ছিলেন।