॥এম.এইচ আক্কাছ॥ বাউন্ডারী ওয়াল না থাকায় অরক্ষিত হয়ে পড়েছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ প্রপার হাই স্কুল। বার বার চুরিসহ নানা অনাকাঙ্খিত ঘটনা ঘটলেও দেখার যেন কেউ নেই।
গোয়ালন্দ প্রপার হাই স্কুল গোয়ালন্দ উপজেলার অন্যতম একটি মাধ্যমিক বিদ্যালয়। ১৯৭২ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। উপজেলা কমপ্লেক্স এলাকায় পৌরসভার ১নং ওয়ার্ডে বিদ্যালটির অবস্থান। ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় দেড় হাজার। বিদ্যালয়ে রয়েছে একাধিক দ্বিতল ভবন। অবকাঠামো, পাঠদান ব্যবস্থা, শিক্ষার পবিবেশ, গুণগতমান, যাতায়াত ব্যবস্থাসহ কোন কিছুরই কমতি নেই।
কিন্তু বিদ্যালয়টির চারদিকে বাউন্ডারী ওয়াল বা নিরাপত্তা বেষ্টনী এবং বারান্দায় গ্রিল নাই। ফলে এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে একের পর এক চুরির ঘটনা ঘটেই চলেছে। কিছুদিন আগেও একটি কক্ষের দরজার তালা ভেঙ্গে সিলিং ফ্যান, এনার্জি ভাল্বসহ বিভিন্ন জিনিষ-পত্র চুরি হয়। তার আগে একই কায়দায় পানির পাম্প চুরি হয়। গত শুক্রবারও চোরেরা একটি শ্রেণীকক্ষের দরজায় আগুন দিয়ে ঐ কক্ষে থাকা প্রজেক্টর ও ফ্যান চুরির চেষ্টা করে ব্যর্থ হয়। ওই ঘটনায় পাহারাদারের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। এছাড়া বাউন্ডারী না থাকায় স্থানীয়রা মাঠে গরু-ছাগল চড়ায়। কাপড়-চোপড় ও জ¦ালানী শুকায়। বন্ধের দিনে বৃষ্টির সময় বারান্দায় গরু-ছাগল শুয়ে থাকে। গরু-ছাগলের মল-মূত্রে শিক্ষার পরিবেশ নষ্ট হয়। বাউন্ডারী না থাকায় এতগুলো সমস্যা থাকলেও কর্তৃপক্ষ যেন কিছুই জানে না। প্রায় দেড় বছর আগে আংশিক ওয়াল করা হয়। তারপর আর কাজ এগোয়নি।
এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক চরবালিয়াকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম বলেন, উপজেলার সেরা একটি মাধ্যমিক স্কুলে বাউন্ডারী ওয়াল না থাকাটা খুবই দুঃখজনক।
এছাড়াও অভিভাক পৌরসভার ১নং ওয়ার্ডের আবু বক্কার, দেওয়ানপাড়ার আরিফুর রহমান মিশুক, বাড়ইডাঙ্গা গ্রামের অজয় বিশ^াস প্রমুখ ক্ষোভ প্রকাশ করে বলেন, শুধু বাউন্ডারী না থাকায় বিদ্যালয়ে বার বার চুরি হচ্ছে। অথচ চুরির ঘটনায় পাহারাদারের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। বাউন্ডারী ওয়ালের ব্যাপারে কোন ব্যবস্থা নেয়া হয় না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান জানান, বাউন্ডারী ওয়াল ও বারান্দার গ্রীলের জন্য বাজেট করা হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু করা হবে।