॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা(৬৫) আর নেই। গত ২৭শে সেপ্টেম্বর দুপুর ১টার দিকে ফরিদপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি—রাজিউন)।
তিনি গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ডের জুড়ান মোল্ল¬ার পাড়ার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল ২৮শে সেপ্টেম্বর সকাল ১০টায় গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের মাঠে জানাযার নামাজ শেষে গোয়ালন্দ পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযার পূর্বে জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রোকন উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ আসলাম মিয়া, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান ইমাম চৌধুরী, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব নুরুজ্জামান মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন শেখ, কামরুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল, উজানচর ইউপির চেয়ারম্যান আবুল হোসেন ফকীর, দেগ্রাম ইউপির চেয়ারম্যান আতর আলী সরদার, বিএনপি নেতা মোহাম্মদ আলী মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ জানাযায় অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মোঃ নিজামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন।