॥এম.এইচ আক্কাছ॥ গত ৮ই সেপ্টেম্বর রাতে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর থেকে বস্তাবন্দী অবস্থায় এক বৃদ্ধা (৮৫)কে উদ্ধারের পর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তার কোন নাম পরিচয় জানা যায় নাই। স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জীর্ণশীর্ন শরীরের ওই বৃদ্ধার সাথে কথা বলার চেষ্টা করা হলেও তিনি কোন কথা বলতে পারেননি।
স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাঃ শাহিদা পারভীন ও নার্সিং সুপারভাইজার কৃষ্ণা মন্ডল জানান, গত শুক্রবার রাতে শরিফুল ও মীর্জা তানভীর নামের ২যুবকসহ কয়েকজন যুবক ওই বৃদ্ধাকে হাসপাতালে এনে ভর্তি করে। তার শারীরিক অবস্থা খুবই দুর্বল। শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন ও ঘা রয়েছে। তার উন্নত চিকিৎসার প্রয়োজন। এ সময় অনেকেই মন্তব্য করেন, বৃদ্ধার স্বজনরা হয়তো তার প্রতি অতিষ্ঠ হয়ে তাকে ফেলে যেতে পারে।
হাসপাতালের রেজিস্ট্রার খাতায় থাকা মোবাইল নম্বরে শরিফুল ও তানভীরের সাথে যোগাযোগা করা হলে তারা জানান, আজাদ মাতুব্বর নামে এক ব্যক্তি প্রথমে ওই বৃদ্ধাকে বস্তাবন্দী অবস্থায় খানখানাপুর হাই স্কুলের সামনে বটতলা এলাকায় সড়কের পাশে পড়ে থাকতে দেখেন। বস্তার মধ্যে নড়াচড়া করতে দেখে বস্তার মুখ খুলে তাকে দেখতে পেয়ে আমরা সবাই মিলে হাসপাতালে ভর্তি করি।