॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মহিষাখোলা গ্রামে গত ১৬ই আগস্ট দুপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হামলায় আবুল কালাম আজাদ(৪৭) নামে এক গ্রাম পুলিশ আহত হয়েছেন। আহত অবস্থায় তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মহিষাখোলা গ্রামের মৃত আব্দুল গফুর সরদারের ছেলে।
হাসপাতালের বেডে শুয়ে আবুল কালাম জানান, তার আপন বড় ভাই আলহাজ্ব নুর আলী সরদারের সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। গত ১৬ই আগস্ট দুপুরে নুর আলী তাদের প্রবাসী ছোটভাই সাইফুল ইসলামের স্ত্রী তাসলিমাকে উস্কানি দিয়ে আবুল কালামের বিরুদ্ধে মামলার করার পরামর্শ দেন। বিষয়টি বুঝতে পেরে আবুল কালাম তার বড় ভাই নুর আলীর কাছে গিয়ে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি তাকে হাতে থাকা ঘাস কাটার কাচি দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করেন। এ সময় আবুল কালাম কাচি ধরে ফেললে নুর আলী ও তার স্ত্রী সাহিদা বেগম বাঁশের লাঠি দিয়ে আবুল কালামকে বেধরক মারপিট করেন।
এ ঘটনার পর আবুল কালাম সদর থানায় মামলা করতে গেলে থানার এস.আই এনছের আলী তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করেন। এরপর থেকে আবুল কালাম হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, নুর আলীর দুই ছেলে সুমন ও লিমন হাসপাতালে এসে আবুল কালাম ও তার স্ত্রীকে মামলা না করার জন্য হুমকি ধামকী দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।