॥পাংশা প্রতিনিধি॥ পাংশা উপজেলায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ-২০১৭ উপলক্ষে গতকাল ২৫শে ফেব্রুয়ারী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বর থেকে বর্নাঢ্য র্যালী বের হয়। শহরের প্রধান সড়ক হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে র্যালী শেষ হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুলের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, খামারী ডাঃ মোঃ জয়নাল আবেদীন ও আলেয়া পারভীন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ্য সবল মেধাবী জাতি প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করেন। সেই সাথে খামারীদের ঋণ সুবিধা, দুগ্ধ শিতলীকরণ ফার্ম ও দুধ ক্রয় কেন্দ্র প্রতিষ্ঠাসহ খামারীদের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক। তিনি প্রাণিসম্পদ দপ্তরের সেবাসমূহ উপস্থাপন করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ ফারুক হোসেন। অনুষ্ঠানে উপজেলার কয়েক শত খামারী, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।