॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর কবির গতকাল ৭ই ফেব্র“য়ারী মাদক মামলার রায়ে অভিযুক্ত বলাই সরদার (৪৫)কে ২বছরের সশ্রম কারাদন্ড ও ৮হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। সাজাপ্রাপ্ত বলাই সরদার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া উম্বার কাজীর পাড়ার জালাল সরদারের ছেলে।
মামলা সুত্রে জানাযায়, বিগত ২০১৪ সালের ২২শে জুন ৫গ্রাম হেরোইনসহ বিক্রেতা বলাই সরদার গ্রেফতার হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে গোয়ালন্দ থানায় মাদক আইনে মামলা নং-২৯ দায়ের হয়। ওই মামলার রায়ে গতকাল ৭ই ফেব্র“য়ারী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর কবির তাকে দোষী সাব্যস্ত করে ২বছরের সশ্রম কারাদন্ড ও ৮হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে এপিপি এডঃ মোঃ আবু বকর মিয়া এবং আসামী পক্ষে এডঃ এবিএম সাত্তার ও এডঃ মোঃ আব্দুল হাকিম খান রিপন মামলা পরিচালনা করেন।