॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় এ বছর ৯টি মন্দিরে কাত্যায়ানী পূজাসহ মোট ৯৫টি মন্দিরে শারদীয় দূর্গোৎসবের প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে।
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান এ উৎসব উপলক্ষ্যে সরকারীভাবে প্রত্যেক মন্দিরে ৫০০ কেজি করে মোট ৪৭.৫ মেঃ টন জিআর চাল বরাদ্দ প্রদান করা হয়েছে।
জানা যায়, আগামীকাল ১৪ই অক্টোবর পঞ্চমী, ১৫ই অক্টোবর ষষ্ঠী, ১৬ই অক্টোবর মহাসপ্তমী, ১৭ই অক্টোবর মহাষ্টমী, ১৮ই অক্টোবর মহানবমী এবং ১৯শে অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসবের সমাপ্তি হবে।
পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার ক্ডুু জানান, এ বছর পাংশা পৌরসভা এলাকাতে ২৩টি পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় দূর্গা মন্দির, নারায়নপুরে ভাই ভাই সংঘ পূজা মন্দির, কিশোর সংঘ পূজা মন্দির, দত্তপাড়া কল্যাণ সংঘ পূজা মন্দির, মহাময়া ভোলানাথ মন্দির (নারায়নপুর দক্ষিণপাড়া), নারায়নপুর দক্ষিণপাড়া শিব যুব সংঘ, পূর্ব নারায়নপুর নবারুন সংঘ পূজা মন্দির, মাগুড়াডাঙ্গী সার্বজনীন পূজা মন্দির, মাগুড়াডাঙ্গী পশ্চিমপাড়া দূর্গা মন্দির, পুরাতন বাজার হেমাঙ্গিনী মাতৃ পূজা মন্দির, মৈশালা যুব মিলন সংঘ পূজা মন্দির, মৃগীডাঙ্গা পূজা মন্দির, পার নারায়নপুর প্রগতি সংঘ পূজা মন্দির, সাবেক নারায়নপুর আদর্শ সংঘ পূজা মন্দির, চর মৌদিপুর পূজা মন্দির, মৌকুড়ী দূর্গা পূজা মন্দির, মৈশালা স্কুলপাড়া শিব মন্দির, মৈশালা কর্ম্মকারপাড়া নব কিশোর সংঘ, পূর্ব নারায়নপুর বাংলাপাড়া পূজা মন্দির, মৈশালা সার্বজনীন মাতৃমন্দির, পার নারায়নপুর গীতাঞ্জলী সংঘ মন্দির, গুধিবাড়ী ঘোষপাড়া সার্বজনীন দূর্গা মন্দির, বাহাদুরপুর ইউপিতে ৪টি সেনগ্রাম সাহাপাড়া পূজা মন্দির, সেনগ্রাম ঘোষপাড়া পূজা মন্দির, পালপাড়া সার্বজনীন পূজা মন্দির ও মালিপাড়া সার্বজনীন পূজা মন্দির, হাবাসপুর ইউপিতে ৪টি হাবাসপুর মধ্যপাড়া পূজা মন্দির, হাবাসপুর সাহা পাড়া দূর্গা মন্দির, হাবাসপুর কেন্দ্রীয় কালী মন্দির অঙ্গন ও হাবাসপুর সেবাশ্রম সার্বজনীন দূর্গা মন্দির, বাবুপাড়া ইউপিতে ৩টি বাবুপাড়া সার্বজনীন দূর্গা মন্দির, দয়রামপুর সার্বজনীন দূর্গা মন্দির ও বাবুপাড়া সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির, মাছপাড়া ইউপিতে ৭টি মাছপাড়া হাইস্কুল সার্বজনীন দূর্গা মন্দির, রামকোল উত্তরপাড়া পূজা মন্দির, রামকোল দক্ষিণপাড়া পূজা মন্দির, রামকোল নব সংঘ পূজা মন্দির, লক্ষণদিয়া পূজা মন্দির, মেঘনা পূজা মন্দির ও মথুরাপুর পূজা মন্দির, কলিমহর ইউপিতে ৮টি হাটবনগ্রাম সার্বজনীন পূজা মন্দির, হোসেনডাঙ্গা মধ্যপাড়া পূজা মন্দির, হাটবনগ্রাম পশ্চিমপাড়া পূজা মন্দির, হোসেনডাঙ্গা পশ্চিম চরপাড়া পূজা মন্দির, হাটবনগ্রাম পূর্বপাড়া সার্বজনীন দূর্গা মন্দির, মাশালিয়া পূজা মন্দির, সাজুরিয়া ঠাকুরপাড়া পূজা মন্দির ও হোসেনডাঙ্গা চড়পাড়া পূর্ব সার্বজনীন দূর্গা মন্দির, শরিষা ইউপিতে ১১টি বাগলী সার্বজনীন দূর্গা মন্দির, পিড়ালীপাড়া পূজা মন্দির, জাগির বাগলী দূর্গাপূজা মন্দির, বাজেয়াপ্ত বাগলী পূজা মন্দির, আন্দুলিয়া মাঝিপাড়া পূজা মন্দির, বিত্তিডাঙ্গা বাজার পূজা মন্দির, প্রেমটিয়া সেনবাড়ী পূজা মন্দির, সিকদারবাড়ী পূজা মন্দির, নাওরা বনগ্রাম সার্বজনীন দূর্গা মন্দির, পূর্ব পিড়ালীপাড়া সার্বজনীন পূজা মন্দির ও আন্দুলিয়া পশ্চিমপাড়া পূজা মন্দির, কসবামাজাইল ইউপিতে ১১টি সুবর্ণকোলা পূজা মন্দির, লক্ষèীপুর বিশ্বাসবাড়ী পূজা মন্দির, শৈলেন মাস্টারের বাড়ী পূজা মন্দির, সাধনা পূজা মন্দির, কুঠিমালিয়াট শিকদারবাড়ী পূজা মন্দির, কুঠিমালিয়াট পূজা মন্দির, নাদুড়িয়া দত্তপাড়া পূজা মন্দির, সুবর্ণকোলা নতুন দূর্গা মন্দির, পাঁচবাড়ীয়া অনির্বাণ যুব সংঘ পূজা মন্দির, দীঘলহাট সার্বজনীন পূজা মন্দির ও দীঘলহাট মুন্সীপাড়া সার্বজনীন দূর্গা মন্দির, পাট্টা ইউপিতে ১০টি বিলজোনা বিশ্বাসবাড়ী পূজা মন্দির, জোনা শিব রঞ্জন বাড়ী পূজা মন্দির, জোনা সার্বজনীন পূজা মন্দির, পাট্টা সার্বজনীন মন্দির, বিলজোনা সার্বজনীন পূজা মন্দির, বিলজোনা সাবেক সার্বজনীন পূজা মন্দির, নিভা রতন মন্ডলের বাড়ী সার্বজনীন দূর্গা মন্দির, পাট্টা কুন্ডুবাড়ী সার্বজনীন পূজা মন্দির, মাদুলিয় সার্বজনীন পূজা মন্দির ও জোনা কালীবাড়ী সার্বজনীন পূজা মন্দির, মৌরাট ইউপিতে ৬টি মৌরাট সার্বজনীন পূজা মন্দির, মালঞ্চী পূজা মন্দির, বাগদুলী ঘোষবাড়ী পূজা মন্দির, ধুলিয়াট সার্বজনীন পূজা মন্দির, বড় চৌবাড়ীয়া পূজা মন্দির ও বাগদুলী সার্বজনীন পূজা মন্দির।
দূর্গোৎসবের ১মাস পরে পূর্ব প্রেমটিয়া ঋষিপাড়া সার্বজনীন পূজা মন্দির, সুবর্ণকোলা স্বপন মন্ডলের বাড়ী পূজা মন্দির, নাওরা বনগ্রাম সার্বজনীন কাত্যায়ানী পূজা মন্দির, সত্যজিৎপুর সার্বজনীন কাত্যায়ানী পূজা মন্দির, সত্যজিৎপুর সার্বজনীন আদি কাত্যায়ানী পূজা মন্দির, হাটবনগ্রাম কাত্যায়ানী পূজা মন্দির, মৌরাট ঋষিপাড়া কাত্যায়ানী পূজা মন্দির, রামকোল মধ্যপাড়া কাত্যায়ানী পূজা মন্দির ও মৈশালা ঋষিপাড়া কাত্যায়ানী পূজা মন্দিরে শারদীয় দূর্গোৎসবের আদলে কাত্যায়ানী পূজা অনুষ্ঠিত হবে।
এসব পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষায় ৩০জন পিসি, ৯৫জন এপিসি, ২৭৫ জন পুরুষ আনসার ও ১৯০ জন নারী আনসার সদস্য নিয়োগ প্রদান করা হয়েছে।
শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দূর্গোৎসব-২০১৮ উদযাপনে গত ৯ই অক্টোবর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) কাজী জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ ইসরাফিল হোসেন, চিত্ত রঞ্জন কুন্ডু, নির্মল কুমার কুন্ডু, সুব্রত কুমার দে প্রমূখ বক্তব্য রাখেন।