॥দেবাশীষ বিশ্বাস॥ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বালিয়াকান্দি উপজেলার মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের আয়োজনে গতকাল ২রা সেপ্টেম্বর সকালে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মন্দির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে বালিয়াকান্দি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ শওকত আলী, বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত) আবুল কালাম ভুঁইয়া, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের সভাপতি রঘুনন্দন সিকদার, সাধারণ সম্পাদক পিযুষ কুমার কর, জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি সঞ্জয় চৌধুরী রতন, সাধারণ সম্পাদক সনজিৎ ভট্ট, দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি চন্দ্রনাথ কুন্ডু, কোষাধ্যক্ষ দেবজিৎ সরকার, সনৎ করসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুরা উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক মোঃ শওকত আলী মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরে আগত ভক্তদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি মন্দিরের উন্নয়নসহ সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের যে কোন অনুষ্ঠানে জেলা প্রশাসনের সহায়তা অব্যাহত থাকবে বলে মন্দির কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
উল্লেখ্য, শ্রীকৃষ্ণের জন্মষ্ঠমী উপলক্ষে বালিয়াকান্দি মহাশ্মশান ও মন্দিরের পক্ষ থেকে ৩দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। প্রথম দিনে শোভাযাত্রাসহ গতকাল ও আজ বাগেরহাট জেলার মানস সরকার এবং তিমির সরকার কবিগান পরিবেশন করবেন এবং আগামীকাল বিশ্বশান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হবে।