॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে গতকাল শনিবার বিকালে এলাহী কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী -২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু।
বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, জেলা বি এন পির উপদেষ্টা সাবেক চেয়াম্যান মোঃ শাজাহান মিয়া টগর, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুর-ই-শামস নওরোজ, জেলা বি এন পির উপদেষ্টা ও জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মীর মনিরুজ্জামান বাবু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক প্রভাষক মোঃ মাসুদুর রহমান মাসুদ, বালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব ও বহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহর আলী প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বালিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহসিন খান।