রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:১৫ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

  • আপডেট সময় রবিবার, ১২ আগস্ট, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ সম্প্রতি কোমলমতি শিশুদের নিরাপদ চাই আন্দোলনকে সামনে রেখে যে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানিয়েছে সাংবাদিক নেতারা।
গত ১০ই আগস্ট ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে নেতারা এ দাবী জানান। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সংগঠনের সদস্য সচিব ও ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আছাদুজ্জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, সংগঠনের আহবায়ক ও সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ, বিএফইউজের নির্বাহী পরিষদ সদস্য শেখ মামুন, সিনিয়র সাংবাদিক শরীফুল ইসলাম বিলু, সমীরণ রায়, আবু সাঈদ ও মানিক লাল ঘোষ প্রমুখ।
শাবান মাহমুদ বলেন, সাংবাদিকরা তাদের দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হাতে বার বার হামলা ও নির্যাতনের শিকার হন। একটি গণতান্ত্রিক দেশে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব। অথচ সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। এই আন্দোলন সংগ্রামেও কোনো কাজ হচ্ছে না। আমরা মনে করি একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সরকারকে বেকায়দায় ফেলতেই এই হামলার ঘটনা ঘটিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামালকে উদ্দেশ্য করে তিনি বলেন, অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনা হোক। কারণ আজকে সারাদেশের সাংবাদিকরা ঐক্যবদ্ধ রয়েছে।
বক্তারা আরো বলেন, পাংশা উপজেলা চেয়ারম্যান ওদুদ মন্ডল, তার ভাই সিদ্দিক মন্ডল ও ইদ্রিস মন্ডল স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করাসহ মারপিট করেছে। সাংবাদিকরা তাদের বিরুদ্ধে কলম ধরলেই তাদের ওপর হামলা ও নির্যাতন নেমে আসে। বক্তারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!