॥কালুখালী প্রতিনিধি॥ রাজবাড়ী-২ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও কালুখালী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেন মিয়া গতকাল ১০ই আগস্ট বিকালে উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান বাজারের ব্যবসায়ীদের সাথে গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে আমি দল থেকে মনোনয়ন পেয়েছিলাম। তখন জাতীয় পার্টি মহাজোটে থাকার জন্য আমি নির্বাচন থেকে সরে আসি এবং আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দেই। ২০১৪ সালের নির্বাচনেও আমি মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। পরে কেন্দ্রের নির্দেশে তা প্রত্যাহার করি। বর্তমানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দল থেকে সবুজ সংকেত পাওয়ার পর নির্বাচনী এলাকা পাংশা, কালুখালী ও বালিয়াকান্দির জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়মিত গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। এই আসনে জাতীয় পার্টির অবস্থান ভালো। দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে জয়লাভ করে আসনটি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম এরশাদসহ নেতাকর্মীদের উপহার দিতে পারবো।