॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের ১নং রেলগেট এলাকা থেকে গতকাল ২৩শে জানুয়ারী দুপুরে ১২লিটার চোলাই মদসহ কুটি বেগম(৪০) নামে এক নারী মাদক বিক্রেতাকে পুলিশ আটক করেছে। সে বাগামারা গ্রামের মৃত আইনুদ্দিনের মেয়ে।
রাজবাড়ী থানার এএসআই রমজান খন্দকার জানান, গতকাল সোমবার দুপুরে শহরের ১নং রেলগেট এলাকায় হাবিব ফামের্সীর সামনে থেকে কুটি বেগমকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা বাজারের ব্যাগের মধ্যে থেকে ১২লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোলাই মদের মূল্য ৩৬শ টাকা।
এ বিষয়ে এএসআই রমজান খন্দকার বাদী হয়ে রাজবাড়ী থানায় মাদক আইনে মামলা করেছেন।