॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এক শিশু (৫)কে বলাৎকারের থানায় মামলা রেকর্ড হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে শিশুটির মা রাজবাড়ী সদর থানায় বাদী হয়ে শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ গতকাল শুক্রবার সকালে অভিযুক্ত এশা মন্ডল (১৮)কে গ্রেপ্তার করেছে। সে স্থানীয় বাচ্চু মন্ডলের ছেলে।
থানার অভিযোগে শিশুটির মা জানায়, গত ১৬ই জানুয়ারী বেলা এগারটার দিকে প্রতিবেশী ভবঘুরে এশা মন্ডল(১৮) চকলেট খাওয়ানোর কথা বলে শিশুটিকে ডেকে নেয়। এরপর এশা মন্ডল তাকে বাড়ির অদূরে একটি পুকুর পাড়ের মেহগনির বাগানের মধ্যে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। এ সময় শিশুটির মা তার ছেলেকে খুঁজতে থাকলে ওই বাগানের কাছে যাওয়া মাত্র চিৎকার শুনে এগিয়ে গেলে এশা মন্ডল দৌড়ে পালিয়ে যায়।
মামলা দায়েরের পর গতকাল শুক্রবার সকালে সদর থানা পুলিশ রামচন্দ্রপুর গ্রামের বাড়ির এলাকা থেকে এশা মন্ডলকে গ্রেপ্তার করে।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ আবুল বাশার মিয়া জানান, এ বিষয়ে থানায় মামলা দায়েরের পর গতকাল শুক্রবার অভিযুক্ত এশা মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গতকাল শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠায়।