॥আবুল হোসেন॥ জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রেজাউল করিম, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি গণেশ পাল, সাংবাদিক আক্তারুজ্জামান মৃধা, রাশেদ রায়হান, আজু শিকদার, কুদ্দুসুল আলম ও মেহেদুল হাসান আক্কাছ প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় জানানো জয়, বৃহস্পতিবার সকালে পোনামাছ অবমুক্ত করনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রম শুরু হবে। এ সময় সাংবাদিকদের প্রস্তাবের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন গোয়ালন্দের ঐতিহ্যবাহী পদ্মা নদীর দৌলতদিয়ায় ‘পাঙ্গাশ মাছে’র অভায়রণ্য দ্রুত বাস্তবায়নের ঘোষণা দেন।
একই সাথে মৎস্য কর্মকর্তা রেজাউল করিমকে প্রয়োজনীয় সকল নিয়ম কানুন অনুসরণ করে প্রস্তাবটি তৈরী করার নির্দেশ দেন। এ সময় মৎস্য কর্মকর্তা সকলের সহযোগিতা কামনা করেন।