॥রঘুনন্দন সিকদার॥ মহান মুক্তিযুদ্ধের ৩০লক্ষ শহীদের স্মরণে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৩০লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ৬হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
গতকাল ১৮ই জুলাই সকালে বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ প্রাঙ্গণের বঙ্গবন্ধুর ম্যুরাল মঞ্চে এই গাছের চারা বিতরণ করা হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমতিয়াজ আলম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম বিশ^াস, উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) মোঃ রবিউল হক, ফ্যাসিলেটেটর মোঃ রাশেদুজ্জামান এবং নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।