॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা প্রেসক্লাবের পুর্নগঠিত কমিটির সভা গতকাল ২৯শে জুন সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রেজা শিশিরের সঞ্চালনায় সভায় প্রবীণ সাংবাদিক অধ্যাপক মোঃ ইজাজুল হক, সাপ্তাহিক পাংশা বার্তা পত্রিকার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রঞ্জু, প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী সেলিম মাবুদ ও এম.এ জিন্নাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক এস.কে পাল সমীর, সাংগঠনিক সম্পাদক কাজী ছাব্বির হোসেন শিমু, দপ্তর সম্পাদক মোঃ শাহীনুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ আকরাম হোসেন, প্রচার সম্পাদক অপু রায়হান, সাহিত্য সম্পাদক মোঃ আবুল হাশেম, ক্রীড়া সম্পাদক ফরিদ মোল্লা, সদস্য মোঃ তুহিন বিশ্বাস ও এম আলী আহসান বক্তব্য রাখেন।
সভায় বক্তাগণ পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাংশা প্রেসক্লাবের সাংবাদিকদের দৃষ্টান্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।