॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউপির প্রথম চেয়ারম্যান তোবারক হোসেনের প্রথম মৃত্যু বার্ষিকী গত ২০শে জুন পালিত হয়েছে।
মরহুম তোবারক হোসেন ১৯৩৮ সালের ১৫ই জানুয়ারী কালুখালী উপজেলার পাঁচটিকরী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় শিক্ষক ছিলেন। রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি আলিমুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ১৯৬৮ সালে শিক্ষকতা শুরু করেন। তিনি উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে ১৯৭৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে তিনি ১৯৭৪ সালে বর্তমান কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি ২০১৭ সালের ২০শে জুন ঢাকায় হেলথ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ৪পুত্র, ৬কন্যা, স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন। তার প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ছাদেকুর রহমান ও পাঁচটিকরী জামে মসজিদের ইমাম আলী আশরাফ।