সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কলেজ ছাত্রী দুই বোনকে শ্লীলতাহানীর ঘটনায় মামলা

  • আপডেট সময় বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭

॥শিহাবুর রহমান॥ প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় রাজবাড়ী সরকারী কলেজের ছাত্রী দুই বোনকে প্রকাশ্যে দিবালোকে মারপিট ও শ্লীলতাহানীর ঘটনায় গতকাল ১০ই জানুয়ারী আদালতে জবানবন্দী প্রদান করেছে ছোট বোন শান্তা পারভীন। এছাড়াও একই দিনে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত ৪জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
গত ৯ই জানুয়ারী দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কলেজ রোডের মেসার্স ফারুক এন্ড ভ্যারাইটিজ স্টোরের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই লাঞ্ছিতদের পিতা বাদী হয়ে রাজবাড়ী থানায় ৭জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৭/৮জনকে আসামী করা হয়েছে। রাজবাড়ী থানার মামলা নং-১২, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) এর ১০/৩০ তৎসহ ১৪৩/৩৪১/৩২৩/৫০৬(২) পেনাল কোর্ড।
মামলার আসামীরা হলো ঃ সিলিমপুর গ্রামের শহিদ শেখের ছেলে সাকিবুল হোসেন সুমন(১৮), বিনোদপুর কলেজপাড়ার নাছির শেখের ছেলে রাহাত শেখ(১৮), মহাদেবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হাসিবুল ইসলাম(১৮), ধুনচী গ্রামের উম্বার কাজীর ছেলে সেলিম কাজী(১৮), একই গ্রামের আব্দুল করিমের ছেলে আসাদুল ইসলাম(১৮), বড়লক্ষèীপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে হাসিবুল শান্ত(১৮) ও বিনোদপুর ড্রাইচ ফ্যাক্টারী গ্রামের প্রভাসের ছেলে কৃষ্ণ(১৯)।
মামলার বাদী জানান, তার মেয়ে শান্তাকে দীর্ঘ দিন ধরে প্রেমের প্রস্তাব ও উত্যক্ত করে আসছিল সাকিবুল হোসেন সুমন। এতে রাজী না হওয়ায় ক্ষিপ্ত ছিল সে। গত ৯ই জানুয়ারী দুপুর সাড়ে ১২টার দিকে শান্তা ও তার বড় মেয়ে মুক্তি খাতুন রাজবাড়ী সরকারী কলেজ থেকে বাড়ী ফিরছিল। পথিমধ্যে উল্লেখিতরা তাদের গতিরোধ করে। এরপর সুমন শান্তার ওড়না ধরে টানাটানি করাসহ শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে এবং চুলের মুঠি ধরে কিল ঘুষি মেরে রাস্তায় ফেলে দেয়। এ সময় তার অপর মেয়ে মুক্তি ঠেকাতে গেলে তাকেও মারপিট করা হয়।
লাঞ্ছিত কলেজ ছাত্রী শান্তা জানায়, দীর্ঘ দিন ধরে সুমন তাকে প্রেমের প্রস্তাব দেয়াসহ উত্যক্ত করে আসছিল। এতে প্রত্যাখান করায় সুমন ক্ষিপ্ত ছিল। গত ৯ই জানুয়ারী সকাল ১০টার দিকে কলেজ পাড়ায় প্রাইভেট পড়ে কলেজে আসার পথে সুমন মোটর সাইকেল চালিয়ে এসে পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এ ঘটনায় সে কোন মত নিজেকে সামলিয়ে কলেজে আসে। এরপর সে ও তার বড় বোন মুক্তি খাতুন কলেজ থেকে বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে সুমনসহ উল্লেখিতরা তাদের গতি রোধ করে। এ সময় সুমন তার ওড়না ধরে টানাটানি করাসহ শ্লীলতাহানী করে এবং তাকে মারপিট করে মাটিতে ফেলে দেয়। তখন তার বোন ঠেকাতে গেলে উল্লেখিতরা তাকেও মারপিট করে।
রাজবাড়ী থানার এস.আই মোঃ এনছের আলী জানান, ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে গত ৯ই জানুয়ারী রাতে ৪জনকে প্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা হলো ঃ সিলিমপুর গ্রামের শহীদ আলী শেখের ছেলে রফিক আলী শেখ(৩০), ধুনচী গ্রামের দুলাল কাজীর ছেলে আশিক কাজী(১৬), একই গ্রামের উম্বার কাজীর ছেলে আলামিন(২০) ও বিনোদপুর মাইছাঘাটা এলাকার রাব্বি(১৬)। গতকাল ১০ই জানুয়ারী তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!